জিএসপিপি মিরেশ্বরাই উপজেলা শাখা’র গীতা স্কুল পরিদর্শন

সুব্রত দাশ:

গীতা স্কুল পরিচালনা পরিষদ (GSPP) মিরেশ্বরাই উপজেলা শাখা’র কর্তৃপক্ষ থেকে মধ্যম সোনা পাহাড় গীতা শিক্ষা নিকেতন পরিদর্শন এবং ছাত্র-ছাত্রীদেরকে গীতা দান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালনা পরিষদ (GSPP) মিরেশ্বরাই উপজেলা শাখার সন্মানিত সভাপতি অসীম সেন। সাংগঠনিক সম্পাদক হিমেল দাশ। অনলাইন বিষয়ক সম্পাদক শুভ দাশ। আপ্যায়ন বিষয়ক সম্পাদক দুর্জয় কুমার দাশ। কার্যকরী সদস্য প্রান্ত নাথ ও প্রান্ত দাশ। এই সময় আরো উপস্থিত ছিলেন মধ্যম সোনা পাহাড় গীতা স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও গীতা প্রশিক্ষক। গীতা স্কুল পরিচালনা পরিষদ (GSPP) ৩ নং ইউনিয়ন কমিটি’র সন্মানিত সভাপতি প্রদীপ চক্রবর্তী। এই সময় জিএসপিপি মিরেশ্বরাই উপজেলা শাখার সভাপতি অসীম সেন মহোদয় বলেন এই গীতা স্কুলে আমরা আরও সহযোগিতা দিয়ে যাবো এবং নেতৃবৃন্দ যখন চাইবে আমরা এই স্কুলের বিষয়ে উপজেলা’র পক্ষ থেকে মনিটরিং এই রাখবো।