জুনায়েদ (প্রতিনিধি)
ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি। কিন্তু কিছু শিশুর জীবনে ঈদের আনন্দ কখনোই ধরা দেয় না। পরিবার নেই, উৎসব নেই, নতুন জামার উচ্ছ্বাস নেই। ঠিক সেসব শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলতেই এগিয়ে এসেছে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন।
সম্প্রতি চট্টগ্রামে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক ও খাবার বিতরণ করা হয়। একটি প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় ঈদের আনন্দ, ভালোবাসা আর মমতার ছোঁয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ শিহাব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ২০২৫-এর আহ্বায়ক মীর সাজ্জাদ হোসেন এবং জুনিয়র ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফি খান।
অতিথিরা বলেন,ঈদ কেবল একটি উৎসব নয়, এটি ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা প্রকাশের এক মহান উপলক্ষ। আমরা চাই সমাজের প্রতিটি শিশু হোক এই আনন্দের অংশীদার।
টিম জুনিয়রের পক্ষ থেকে জানানো হয়,
জীবনের প্রয়োজনে আমরা যেমন রক্ত দিয়ে পাশে থাকি, তেমনি ভালোবাসা ও আনন্দ দিয়েও আমরা অসহায় মানুষের সাথেই থাকবো। এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ নাঈম, ওয়াহিদ সাদেক, সহ সাংগঠনিক সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, সহ অর্থ সম্পাদক খাদিজাতুল কোবরা, নারী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, মোছাম্মৎ আকলিমা, আফিফা জাহান, আব্দুল্লাহ আল আরমান, আলী কাউসারসহ সংগঠনের আরও অনেকে।
এই আয়োজন প্রমাণ করে, একটি সংগঠন চাইলে সমাজে কতটা আলোর দ্যুতি ছড়াতে পারে। ঈদের দিনে এতসব শিশুর মুখে যেই হাসি ফোটে—তাতেই পূর্ণতা পায় ঈদের আনন্দ, মানবতার জয়গান।