পহেলা বৈশাখে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ

সুব্রত দাশ (প্রতিনিধি) 

এই গরমে যখন রোদ আর ক্লান্তি মানুষকে কাবু করে ফেলেছে, ঠিক তখনই পহেলা বৈশাখ উপলক্ষে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রাম শহর ও মহামুনি পাহাড়তলী এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে শুধু মানুষকে সাময়িক স্বস্তি দেওয়া হয়নি, বরং বৈশাখের উষ্ণতাভরা দিনে ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার এক অনন্য বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতার এই দৃষ্টান্তমূলক প্রয়াস সত্যিই অনুপ্রেরণাদায়ক।
নববর্ষ উপলক্ষে পথচারী ও রাওজান মহামনি পাহাড়তলী বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের মাঝে শরবত বিতরণ কার্যক্রম উদ্দ্যেগ নিল বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (১৪ এপ্রিল) রোদের তীব্র’তা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের মাঝে এবং রাওজান থানাধীন মহামনি পাহাড়তলী বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রমিত বড়ুয়া জনি। প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শরন বড়ুয়া। দপ্তর সম্পাদক প্রিতম বড়ুয়া। সহ-সমাজ কল্যাণ সম্পাদক প্রান প্রিয় শুভ বড়ুয়া। সিনিয়র সদস্য রানা বড়ুয়া, রিটন বড়ুয়া, শুভ বড়ুয়া। কার্যকরী সদস্য জয়ন্ত বড়ুয়া শাপলা, শাওন বড়ুয়া। প্রচার প্রকাশনা সম্পাদক অভিজিৎ বড়ুয়া। সিনিয়র সদস্য প্রীতম চৌধুরী। কার্যকরী সদস্য মিটুন বড়ুয়া, পুস্পল বড়ুয়া, জিতু বড়ুয়া, দিপান্ত বড়ুয়া, শুভ বড়ুয়া, সুজয় বড়ুয়া, দিগন্ত বড়ুয়া ও সুপ্রিয় বড়ুয়া সহ প্রমুখ।

বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। যেমন শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় রোগীর জন্য অনুদান সংগ্রহ ও বন্টন, ধর্ম প্রচার ও প্রসারে সহায়তা, প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ বিতরণ সহ আরো বহুবিধ নিত্য-নতুন কার্যক্রম সর্বদা করে থাকি আমরা।
শরবত বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি যে, মানবতা-ই হতে পারে যে’কোনো উৎসবের প্রধান বার্তা।কার্যক্রমটি সফল করতে সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবক দিনভর পরিশ্রম করেছেন। আমরা সংকল্প বদ্ধ ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে।

বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বদা আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।