
দূর্জয় বুড়ুয়া:“পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব এবং এর অবহেলা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন করলে নদী, জলবায়ু ও স্থানীয় বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। ধরনের আইনভঙ্গকারীরা যাতে দণ্ড থেকে অব্যাহতি পায় না, তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। তাই মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়েছে। প্রশাসন নিরলসভাবে অভিযান চালিয়ে এবং সচেতনতা বৃদ্ধি করে পরিবেশ ও সম্পদ রক্ষায় কাজ চালিয়ে যাবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”— দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান এসব কথা বলেন অভিযান পরিচালনাকালীন।
রোববার (২ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় মাইনী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(২) ধারায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে জরিমানার পুরো অর্থ আদায় করা হয়।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান আরো বলেন, “আমরা নিয়মিত নজরদারি এবং অভিযান চালিয়ে নদী ও পাহাড়ের সম্পদ রক্ষায় কাজ চালিয়ে যাব। যারা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানাই।”





