রাঙামাটিতে স্বপ্নভরা পথে যাত্রা, ফিরল ৫ টি নি*থর দেহ হয়ে

 

দুর্জয় বড়ুয়া : রাঙামাটির কাউখালীর রাবার বাগানের কাছে আজ শনিবার (২৬ এপ্রিল) সকালটা যেন শোকের চাদরে ঢাকা পড়ল। সকাল পৌনে দশটার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ও সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে একসঙ্গে নিভে গেল পাঁচটি প্রাণের প্রদীপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীভর্তি একটি সিএনজি রাঙামাটি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। স্বপ্ন আর আশা নিয়ে ছুটছিল পাঁচটি জীবন। কিন্তু নিয়তির নির্মম খেলায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সজোরে ধাক্কায় মুহূর্তেই থমকে যায় সবকিছু। ধুমড়ে-মুচড়ে যায় সিএনজির প্রতিটি ইঞ্চি। ভেতরে আটকে পড়ে আর্তনাদ-ভরা প্রাণগুলো।

কিছু বুঝে ওঠার আগেই, প্রাণগুলো নিথর হয়ে যায়—চোখের পলক ফেলার আগেই ছিন্নভিন্ন হয় পাঁচটি পরিবারের স্বপ্ন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে কঙ্কালসার সিএনজির ভেতর থেকে উদ্ধার করেন ৫টি প্রাণহীন দেহ।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা—চারদিকে শুধু আহাজারি আর শোকের মিছিল।