
রিমন মালাকার:-চট্টগ্রামের বোয়ালখালীতে ভোররাতে সেনাবাহিনীর নাটকীয় অভিযানে দেশীয় অস্ত্র, গুলি, বিপুল সংখ্যক মোবাইল ফোন ও নগদ অর্থসহ চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকায় লে. কর্নেল মোঃ সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এই চারজনকে আটক করা হয়।
অভিযানের সময় উদ্ধার করা হয় ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড শটগানের গুলি, ২১টি দেশীয় ধারালো অস্ত্র, ২৫টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট ও নগদ ১ লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা।
আটককৃতরা হলেন—শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদ (৪৭)।
লে. কর্নেল সালাহ উদ্দিন আল মামুন জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তিনি আরও বলেন, “এলাকাবাসীর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক আসামিদের ও জব্দকৃত মালামাল বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে