চট্টগ্রামে দুই হাসপাতাল—দীর্ঘ অপেক্ষার অবসান!

অভি পাল:চট্টগ্রামবাসীর চিকিৎসা সংকট লাঘবে শুরু হতে যাচ্ছে নতুন যুগের যাত্রা—হাটহাজারী ও কর্ণফুলীতে নির্মাণ হচ্ছে দুটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল। রোগীর চাপে জর্জরিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বোঝা ভাগ করতে এগিয়ে আসছে এই দুই মহাকল্প।

মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা ডা. নূরজাহান বেগম। তিনি বলেন,
“চট্টগ্রাম মেডিকেলে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। আমরা চাই মানুষ যেন ঢাকা না গিয়ে এখানেই উন্নত চিকিৎসা পায়। তাই হাটহাজারী ও কর্ণফুলীতে দুটি হাসপাতালের কাজ শুরু হচ্ছে।”

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, নতুন হাসপাতাল দুটি শুধু মহানগরবাসী নয়, পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের চিকিৎসার আশ্রয়স্থল হয়ে উঠবে। হাটহাজারী হাসপাতালটি রাঙামাটি-কাপ্তাই অঞ্চলের মানুষের জন্য হবে সহজগম্য, আর কর্ণফুলীর হাসপাতাল পটিয়া, সাতকানিয়া ও চন্দনাইশের মানুষের জন্য নিয়ে আসবে সময় ও খরচ সাশ্রয়ী স্বাস্থ্যসেবা।

উপদেষ্টা আরও জানান,
“চট্টগ্রামে এখনো কোনো সরকারি ডেন্টাল কলেজ নেই। এ অভাব পূরণে কালুরঘাটে একটি আধুনিক ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।”

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতাল দুটি বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বাজেট অনুমোদন মিললেই শুরু হবে নির্মাণকাজ। দ্রুততম সময়ে কার্যক্রম শুরু করতে চায় সরকার।

চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিশ্লেষকদের মতে, এটি একদিকে যেমন মহানগরীর ওপর চাপ কমাবে, অন্যদিকে চিকিৎসা হবে জনগণের দোরগোড়ায় সহজলভ্য।