
দূর্জয় বুড়ুয়া:খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শ্রী শ্রী শিব মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী নারায়ণ মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। আলোচনায় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া, শুক্লাল ব্রহ্মচারী, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, সাধন ঘোষ, চিত্ত রঞ্জন দেব নাথ, শিবু চন্দ্র দে সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ন্যায়, ধর্ম, সত্য ও কল্যাণের অবিনাশী প্রতীক। তাঁর শিক্ষা কেবল দ্বাপর যুগেই নয়, বরং আজকের আধুনিক সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণের আদর্শ মানব সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়ের পথ দেখায়।
উৎসব উপলক্ষে দীঘিনালা জুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। ভক্তরা পূজা-অর্চনা, কীর্তন, আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি পালন করেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।