চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণে আসছে নৌবাহিনী: এনসিটির দায়িত্ব পাচ্ছে স’শস্ত্র বাহিনী

আমাদের দিগন্ত প্রতিবদেক: চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার সুপারিশ করেছে সরকার। ১৭ বছরের ব্যবস্থাপনার পর এই টার্মিনাল থেকে সরে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। ৬ জুলাই তাদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরদিন থেকেই নতুন এক অধ্যায়ের সূচনা—বন্দরের দায়িত্ব নিচ্ছে দেশের সশস্ত্র বাহিনী।

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, অস্থায়ীভাবে ছয় মাসের জন্য দায়িত্ব দিচ্ছে সরকার, যাতে ভবিষ্যৎ আন্তর্জাতিক চুক্তির আগে বন্দর কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

সরকার এই পদক্ষেপ নিচ্ছে সরাসরি ক্রয় পদ্ধতিতে, যেখানে টেন্ডার ছাড়াই দক্ষ ও নির্ভরযোগ্য বাহিনীকে দায়িত্ব দেওয়া যাবে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপারেটর ডি.পি. ওয়ার্ল্ড (DP World)-এর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে আসন্ন নভেম্বর মাসে। তার আগ পর্যন্ত দেশের সবচেয়ে কৌশলগত এই বন্দর পরিচালনায় দৃশ্যপটে থাকছে বাংলাদেশ নৌবাহিনী।

চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র। এর প্রতিটি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্য। এমন এক সময়ে, যখন বন্দরের ভবিষ্যৎ অপারেটর নির্বাচনের প্রক্রিয়া চলছে, তখন নৌবাহিনীর ওপর এই দায়িত্ব অর্পণ একদিকে যেমন নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করবে, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রস্তুতিও সুসংহত করবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু একটি দায়িত্ব বদল নয়, এটি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় নতুন একটি অধ্যায়ের সূচনা। যেখানে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কৌশলগত জবাবদিহিতার সঙ্গে মিশে থাকবে সুরক্ষা এবং সক্ষমতা—নৌবাহিনীর নেতৃত্বে।