
দূর্জয় বড়ুয়া :দুপুর গড়িয়ে যাচ্ছিল। হাচিনসনপুর গ্রামের মো. রুহুল আমিনের তিন বছরের ছেলে রাকিবুল তখন বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ কোথাও দেখা নেই—কেউ ভেবেছিল হয়তো পাশের বাড়িতে গেছে। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই বাড়ি-ঘর তোলপাড়।
সোমবার (১১ আগস্ট) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। খুঁজতে খুঁজতে কেউ একজন চোখ মেলে দেখে—পুকুরের জলে ভাসছে ছোট্ট রাকিবুল। মুহূর্তেই হৈচৈ, কান্নাকাটি। দ্রুত তুলে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু চিকিৎসকের মুখের কথাটা যেন কারও কানে ঢুকছিল না—“ও আর নেই।”
প্রত্যক্ষদর্শীরা বলছেন, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। আর উঠতে পারেনি।গ্রামজুড়ে এখন একটাই কথা—“এত ছোট, এত প্রাণবন্ত ছেলে…!” বিকেলেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছোট্ট কবরের পাশে দাঁড়িয়ে সবার চোখে তখন একটাই প্রশ্ন—এই শোক কিভাবে সইবে?