চট্টগ্রামে গৃহবধূকে খু’ন করে ম’রদে’হ ১১ টুকরো করে স্বামী

আমাদের দিগন্ত প্রতিবেদক :চট্টগ্রামের পাহাড়িকা আবাসিক এলাকায় এক নারকীয় হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা আবাসনের একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এক গৃহবধূর ১১ টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ফাতেমা বেগম (পলি), বয়স আনুমানিক ৩২ বছর। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী মো. সুমন পলাতক রয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধ ও সন্দেহজনক আচরণের খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানেই কক্ষে বিছানা ও বিভিন্ন জায়গায় ব্যাগভর্তি অবস্থায় গৃহবধূর শরীরের ১১টি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করে মরদেহ টুকরো করেন।

পুলিশ জানিয়েছে, হত্যার পর দরজা ভেতর থেকে বন্ধ করে সুমন জানালার গ্রিল কেটে পালিয়ে যান। নিহত গৃহবধূর ৮ বছর বয়সী একমাত্র ছেলে অন্য আত্মীয়ের বাসায় ছিল বলে জানা গেছে।

ঘটনার নৃশংসতা ও পূর্বপরিকল্পনার ধরন দেখে পুলিশ একে বর্বর ও পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। অভিযুক্ত স্বামীর খোঁজে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।