
আমাদের দিগন্ত প্রতিবেদক :বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা নিনি বলেছেন,
“মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রশাসনের প্রকৃত কাজ। কেউ পড়াশোনার জন্য সংগ্রাম করছে, কেউ জীবন বাঁচাতে চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে, আবার কেউ সমাজের উন্নয়নে কাজ করছে কিন্তু প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না—এই অনুদান তাঁদের সেই পথচলায় একটু ভরসা দেবে বলেই আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন,
“আজকের এই অনুদান হয়তো কারও কাছে খুব বড়, কারও কাছে হয়তো ছোট। কিন্তু আমরা চাই এই সামান্য সহায়তাও যেন কারও স্বপ্নকে বাঁচিয়ে রাখে। শিক্ষার্থীরা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, অসুস্থরা যেন চিকিৎসার সুযোগ পায়, সমাজকর্মীরা যেন তাদের কাজ অব্যাহত রাখতে পারে। এই অর্থ যথাযথভাবে ব্যবহার করাটাই আমাদের প্রতি দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতার প্রকাশ।”
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন জেলা প্রশাসনের বিশেষ তহবিল থেকে ৫৯ জন উপকারভোগীর মাঝে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেকপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজসেবামূলক সংগঠন, এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও তাঁদের স্বজনরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. সরোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চেক বিতরণের সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ বললেন, “এই সহায়তা না পেলে হয়তো ছেলের কলেজে ভর্তিই অনিশ্চিত হয়ে পড়ত”, আবার কেউ বললেন, “বাবার অপারেশনের জন্য এই টাকাটাই ছিল শেষ ভরসা।”
জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষ এবং উপকারভোগীরা। তাঁদের ভাষায়—এই ধরনের সহায়তা শুধু অর্থের বিষয় নয়, বরং তা মানসিক সাহস ও সামাজিক নিরাপত্তার প্রতীক।