
অভি পাল:বাংলাদেশের শিক্ষা ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত গড়েছে নরসিংদীর “নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস”। এসএসসি ২০২৫ পরীক্ষায় এই স্কুলের ৩২০ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ–৫ (A+)। শতভাগ এ-প্লাস প্রাপ্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এবার সারাদেশে সেরা স্কুল হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে!
এই অভাবনীয় ফলাফলকে ঘিরে স্কুল প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী—সবাই একসাথে উদযাপন করছেন এ বিজয়কে। কেউ বলছেন “শিক্ষার বিস্ময়”, কেউবা বলছেন “বাংলাদেশের গর্ব”।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোজাম্মেল হোসেন মোল্লা গর্বের সাথে বলেন,“এই সাফল্য কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটি কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শিক্ষার্থীদের নিষ্ঠার ফসল। আমরা শুধু A+ নয়, আদর্শ মানুষ গড়ার কারখানা হতে চাই।”
অভিভাবকরাও এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত। কেউ কেউ বলেন, “আজ আমাদের সন্তানেরা প্রমাণ করেছে—গ্রাম বা শহর নয়, মানসিকতা আর শিক্ষা–পরিবেশই সবচেয়ে বড় বিষয়।”
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত ক্লাস, অনুশীলন, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং মানসিক স্বাস্থ্য সহায়তার কারণে এই বিস্ময়কর ফল সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধান শিক্ষক।