
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী গ্রামের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
নিখোঁজ শিশুর নাম শেখ আব্দুলা (১০)। তার পিতা মো. মিজান। তারা জামতলী সুধীর মেম্বার পাড়ার বাসিন্দা। জানা গেছে, আব্দুলা জামতলী দারুত্তকওয়া আজীজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।
শিশুটিকে সর্বশেষ দেখা গেছে গতকাল দুপুর ২টার দিকে। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।
শেখ আব্দুলার নিখোঁজ হওয়ার খবরে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরাও এ ঘটনায় শোকাহত ও উৎকণ্ঠিত।
শিশুটির পরিবার সকলের কাছে অনুরোধ জানিয়েছে, কেউ যদি তার খোঁজ পান বা কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
📞 যোগাযোগ: ০১৮৭০৮১৪৪৫৬
আপনার একটি সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে তাদের আদরের সন্তানকে।