
দুর্জয় বুড়্য়া: খাগড়াছড়ি, ১৭ জুলাই ২০২৫ — সদর দপ্তর বিজিবি, ঢাকা-এর নির্দেশনা অনুযায়ী, মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত ও স্বাধীনতা পরবর্তী বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের আত্মত্যাগ ও ত্যাগগাথা স্মরণীয় রাখার লক্ষ্যে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর মেইন গেইট ‘বীর প্রতীক আবুল হাসেম’ নামে নামকরণ করা হয়েছে।
আজ সকাল ১১:১৫ ঘটিকায় এই গেইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এস এম রেজাউর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন পদবীর জুনিয়র কর্মকর্তা ও সৈনিকবৃন্দ এবং বীর প্রতীক আবুল হাসেমের ছেলে জনাব আবুল মোবারক।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম বলেন, “বীর প্রতীক আবুল হাসেমের আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের বিজিবি পরিবারের জন্য গৌরবের উৎস। তার নাম দিয়ে গেইটটি নামকরণ করায় আমরা তার স্মৃতিকে জীবন্ত রাখবো এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও বীরত্বের শিক্ষা দিতে সক্ষম হব।”
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম রেজাউর রহমানও শহীদ বীরদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “শহীদ বীরদের ত্যাগ আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা যোগায়। এই নামকরণ আমাদের দায়িত্ববোধকে আরও প্রগাঢ় করবে।”
বীর প্রতীক আবুল হাসেম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন অভিযানে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নাম বিজিবি পরিবারের জন্য গর্বের প্রতীক।
গেইটটির নামকরণের মাধ্যমে বিজিবি পরিবারের সদস্যদের আত্মত্যাগ ও দেশপ্রেমের ইতিহাস অম্লান রেখে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বীরত্বের এক চিরন্তন শিক্ষা তুলে ধরা হবে বলে উল্লেখ করা হয়।