ভূমধ্যসাগরে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ডেক্স নিউজ 

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে রাবারের তৈরি নৌকার ইঞ্জিন বিকল হয়ে  ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।জানা গেছে যার মধ্যে মহিলা এবং একটি শিশু রয়েছে। তারা সবাই ক্ষুধা এবং তৃষ্ণায় মারা গেছেন। কেউ ডুবে মারা যাননি।

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটি জানিয়েছে, ভূমধ্যসাগর পারি দেয়ার সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে অন্তত ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। পরে এসওএস মেডিটিরিয়ানি নামক একটি মানবাধিকার সংস্থার উদ্ধার দল ২৫ জনকে জীবিত উদ্ধার করে। জীবিতরা জানিয়েছেন তারা বেশ কয়েক দিন আগে লিবিয়ার উপকূল জাওইয়া থেকে যাত্রা করেছিলেন।

সংস্থাটি জানিয়েছে, বেঁচে থাকা ব্যক্তিরা অত্যন্ত দুর্বল উদ্ধার করা হয়েছে এবং তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিতদের দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের একটি হেলিকপ্টারে করে সিসিলির হাসপাতালে পাঠানো হয়েছে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে তারা সাগরে পথ হারিয়ে দুর্দশার মধ্যে পড়ে যায়। নৌকায় খাবার এবং পানিও খুব দ্রুত শেষ হয়ে যায়।