শিব চতুর্দশী উপলক্ষে চিকিৎসা ক্যাম্প সংক্রান্ত বিজ্ঞপ্তি

হর হর মহাদেব 🚩 শিব চতুর্দশী উপলক্ষে চিকিৎসা ক্যাম্প সংক্রান্ত বিজ্ঞপ্তি।

মহাদেবের কৃপাধন্য হয়ে শারদাঞ্জলি ফোরাম,খাগড়াছড়ি জেলা বিগত সময়ে গীতা স্কুল স্থাপন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।

এরই ধারাবাহিতায় শারদান্জলি ফোরাম, খাগড়াছড়ি জেলা আসন্ন শ্রী শ্রী শিবচতুর্দশী তিথী উপলক্ষে চন্দ্রনাথ মন্দির সংলগ্নে চন্দ্রনাথ ধামে আগত তীর্থযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসা ক্যাম্প আয়োজন করবে।

উক্ত মহতী কর্মযজ্ঞে আপনাদের সকলের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।

চিকিৎসা সেবা প্রদানের স্থান:- শ্রী শ্রী চন্দনাথ মন্দিরের পাশে।
চিকিৎসা সেবা প্রদানের তারিখ:-২৬/২/২৫ ইং ও ২৭/২/২৫ইং।
বিশদ জানতে যোগাযোগ করুন – সুমন কান্তি দে 01515-223298
সবুজ চক্রবর্তী 01837-839752