সমাজগড়ার পথিকৃত বাদল চন্দ্র দাশের স্মরণে শোকসভা

আমাদের দিগন্ত প্রতিবেদক

“মানুষ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে, আর স্বর্গীয় বাদল চন্দ্র দাশ সেই বিরল মানুষদের একজন, যাঁরা সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।”

বক্তারা বলেন, তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন সমাজের আলোকবর্তিকা। পাঠাগার, ক্লাব, মন্দিরসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর অবদান সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মধারা ও জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) চট্টগ্রাম জেলার সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি, শাকপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শাকপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় বাদল চন্দ্র দাশের স্মরণে তাঁর নিজ বাড়িতে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন এডভোকেট দীপক দাশ, এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ। শোকসভা শুরু হয় অনিরুদ্ধ দাশ ও মম গীতা পাঠের মাধ্যমে, এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মৃতিচারণ করেন সিপিবি দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও বাগীশিপ কেন্দ্রীয় সদস্য সচিব লায়ন রিমন মুহুরী, প্রয়াতের সন্তান সুবীর কান্তি দাশ, বাগীশিপ বোয়ালখালীর প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, সুদর্শন শীল, বাগীশিপ বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রূপন দাশ, শাকপুরা সভাপতি অধীর দাশ, সৎ সঙ্গ সহ-সভাপতি শ্যামা প্রসাদ দাশ গুপ্ত, উত্তম চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, “তিনি শুধু স্থাপত্য তৈরি করেননি, মানুষের হৃদয়ে ভালোবাসার আসন গড়ে নিয়েছেন। তাঁর আদর্শকে ধারণ করাই হবে তাঁকে প্রকৃত সম্মান জানানো।”