
প্রবাল ভট্টাচার্য: প্রেম রক্ত দিয়ে প্রমাণিত, যে ক্ষমা মৃত্যুর মাঝেও জ্বলজ্বল করে—তেমনই মহাবলিদানের স্মরণে আজ চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার ব্যাপ্টিস্ট চার্চে পালিত হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র দিন গুড ফ্রাইডে।
পালক শিমশোন খিয়াংয়ের পরিচালনায় অনুষ্ঠিত এই বিশেষ উপাসনায় যীশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধ জীবনের শেষ সাতটি ঐশী বাণী নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য রাখেন—মি. কমল দত্ত, মি. দীপক সরদ্দার, মিসেস মিল্কা সমদ্দার, মি. প্রবাল মার্ক, মি. চার্লস ডায়েস, মিস সাথী ও মি. মাইকেল জয়ধর।
বক্তারা উপস্থিত ভক্তদের প্রতি আহ্বান জানান—প্রভুর বাণীর আলোয় চলার জন্য।
তাঁরা বলেন, “ক্ষমা করুন, দায়িত্ব পালন করুন, বিচ্ছিন্ন হৃদয় জোড়া দিন, আত্মাকে শুদ্ধ করুন—আর নিজেকে দিন প্রভুর পায়ে সমর্পণ করে।”
উপাসনা শেষে দেশ, জাতি, পরিবার ও মানবতার জন্য উৎসর্গ করা হয় বিশেষ প্রার্থনা। পুরো চার্চজুড়ে ছড়িয়ে পড়ে এক পবিত্র নীরবতা—যেখানে শব্দের চেয়ে বড় হয়ে ওঠে অনুভব।
চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার সকাল ৯টায় এখানেই পালিত হবে খ্রীষ্টানদের অন্যতম আনন্দঘন ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। যীশুর পুনরুত্থান নিয়ে আয়োজিত এই উপাসনায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে সকল ভক্তদের।