
অভি পাল:-রাঙ্গামাটির শিক্ষাক্ষেত্রে এক অভিনব ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক প্ল্যাটফর্মে আনতে তিনি চালু করেছেন ‘ত্রিপক্ষীয় সভা’—একটি ব্যতিক্রমী ও ফলপ্রসূ অভিভাবক সভা। মে মাস থেকে শুরু হওয়া এই মাসিক সভা রাঙ্গামাটি জেলার শিক্ষা ব্যবস্থায় সংযোগ, সমন্বয় এবং সচেতনতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রাথমিকভাবে রাঙ্গামাটি সদর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়—রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে—এই সভাগুলোর আয়োজন করা হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নিজে। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো: সাইদুজ্জামান, সহকারী কমিশনারবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সভায় জেলা প্রশাসক SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time bound) মডেলের কথা উল্লেখ করে বলেন, “এই মডেল অনুসরণ করলে শিক্ষাক্ষেত্রে সমস্যাগুলোর নির্দিষ্ট ও গঠনমূলক সমাধান সহজ হবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন এবং অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের সফলতায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন অভিভাবকরাই। তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার মূল চাবিকাঠি।”
এই ‘ত্রিপক্ষীয় সভা’ আরও কার্যকর ও সম্প্রসারিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিশিষ্টজনেরা অংশ নেন। তারা সকলে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং মাসিকভাবে চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাঙ্গামাটির শিক্ষা অঙ্গনে এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ বিশ্বাস করছেন, এই ত্রিপক্ষীয় সংলাপ ভবিষ্যতের সোনালি প্রজন্ম গঠনে এক মাইলফলক হয়ে উঠবে।