রথযাত্রায় দীঘিনালায় ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধন

দুর্জয় বড়ুয়া :খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

শুক্রবার (২৭ জুন) সকাল থেকেই দীঘিনালার স্থানীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও দীঘিনালা শীব মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। পূজা-অর্চনা ও ভক্তিমূলক গীতিকাব্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর প্রতিমা রথে স্থাপন করে শুরু হয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের অংশগ্রহণে রথযাত্রাটি পরিণত হয় এক সম্প্রীতির মিলনমেলায়। নানা ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে ভক্তি ও সৌহার্দ্যের এক অপূর্ব চিত্র ফুটে ওঠে দীঘিনালার রাস্তাঘাটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত কুমার সাহা
আর উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: জাকারিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সেবায়েতগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।

রথযাত্রার আয়োজন ঘিরে দীঘিনালায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা আগামী উল্টো রথযাত্রা পর্যন্ত ভক্তদের মনে প্রেরণা জোগাবে বলে মনে করছেন আয়োজকেরা।