“অবিলম্বে পুনর্বহাল চাই”—আন্দোলনে ডাক পটিয়ার ডা. এমদাদুলের

আশিক :আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে একযোগে চাকরিচ্যুত শতাধিক কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের তৃতীয় দিনে ঢাকায় উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এমদাদুল হাসান।

চাকরিচ্যুত কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে তিনি বলেন, “যাদের পরিবার-পরিজন এই চাকরির উপর নির্ভরশীল, তাদের এভাবে বেআইনিভাবে চাকরি থেকে বাদ দেওয়া অমানবিক। গণঅধিকার পরিষদ সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে পটিয়াবাসী চুপ থাকবে না। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি—চাকরিচ্যুত সকল কর্মকর্তাকে অবিলম্বে পূর্ণবহাল করতে হবে এবং যাঁরা এই বেআইনি সিদ্ধান্তের পেছনে রয়েছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, আন্দোলনরত অধিকাংশ কর্মী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে আল আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব পালন করে আসছিলেন। আন্দোলনের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন অসংখ্য ভুক্তভোগী ও সহমর্মী নাগরিক।