ঘু’ষের বিদ্যুৎ, ভো’গান্তির বিল— দীঘিনালায় বি’ক্ষোভে ফেটে পড়ল জনতা

দুর্জয় বড়ুয়া:   দীঘিনালার মানুষ বিদ্যুৎ চায়, ভিক্ষা নয়। তারা পরিষেবা চায়, প্রতারণা নয়। কিন্তু দিনের পর দিন বিভ্রাট, লো-ভোল্টেজ, অতিরিক্ত বিল এবং ঘুষের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে রোববার (২৭ জুলাই) অবশেষে রাস্তায় নামেন সাধারণ মানুষ।
দুপুর ২টায় দীঘিনালা ডিগ্রি কলেজের সামনে হলুদ চত্বরে জড়ো হন প্রায় দুই শতাধিক ভুক্তভোগী। মাথার উপর ঝরছিল বৃষ্টি, কিন্তু বুকভরা ক্ষোভ ছিল । তারা স্লোগানে, প্ল্যাকার্ডে, কণ্ঠে উচ্চারণ করেন—“এই বিদ্যুৎ ব্যবস্থা  আর নয় সহ্য!”

মানববন্ধনে অংশ নেওয়া মানুষদের ভাষ্য, দীঘিনালায় বিদ্যুৎ আছে শুধু কাগজে। বাস্তবে আছে অনিয়ম, হয়রানি, আর ঘুষের পাহাড়। কেউ বলেন—“মিটার রিডিং ছাড়াই বিল আসে”, কেউ বলেন—“টাকা না দিলে কোনো কাজ হয় না”,

আরেকজন ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, “প্রতিনিয়ত লো ভোল্টেজের কারণে আমরা ভোগান্তিতে আছি। বিল ঠিকভাবে হয় না, আর অফিসে গেলে কেউ কথা শুনে না।” বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসে ব্যাপক দুর্নীতি চলছে। টাকা না দিলে কাজ হয় না, আবার মিটার রিডিং না দেখে ইচ্ছেমতো বিল দেওয়া হচ্ছে।

এই আন্দোলনের নেতৃত্ব দেন বোয়ালখালী বাজারের ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বছরের পর বছর আমরা বিদ্যুৎ নিয়ে জ্বলেপুড়ে মরছি, কিন্তু কেউ কথা শুনছে না। আজ দীঘিনালার মানুষ জানিয়ে দিল—আমরা আর চুপ থাকবো না।”