দীঘিনালায় ইসলামী আন্দোলনের গণজাগরণ—আনন্দ মিছিলে কাঁপল রাজপথ

দুর্জয় বড়ুয়া :”আজকের এই আনন্দ মিছিলের মাধ্যমে আমরা স্মরণ করছি একটি ঐতিহাসিক মুহূর্ত—গণঅদ্ভুত্থান দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি আন্দোলনের প্রতীক, একটি বৈপ্লবিক চেতনার জাগরণ। আজকের মিছিল সেই নবজাগরণেরই প্রতিচ্ছবি। ইনশাআল্লাহ, আমরা এই আদর্শ নিয়ে এগিয়ে যাব, এবং ভবিষ্যতে এই দিবসকে কেন্দ্র করে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। আল্লাহ আমাদেরকে সহায় করুন এই মহান দায়িত্ব পালনে।”

গণঅদ্ভুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ, দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর।

এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী গরু বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তৌহিদী জনতার স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হক, ইসলামিক ছাত্র আন্দোলন দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক মোঃ মিজান, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম।

আয়োজকরা জানান, দিবসটির তাৎপর্য ভবিষ্যত প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত কর্মসূচি পালন করা হবে। দীঘিনালায় ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও জোরালোভাবে বিস্তারের অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।