
দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া
রাঙামাটির সাজেক ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সাজেক সড়কের হাউসপাড়া এলাকায় পর্যটকবাহী একটি জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা (রিংকী)। এ ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জীপগাড়িটি। মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে নিচে পড়ে যায়। ভয়াবহ শব্দে আশেপাশের মানুষ ছুটে এলে তারা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে মিলে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা জানান, জীপটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তিনি বলেন, “একজন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।”
সাজেক থানার ওসি কানন সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেনা ও বিজিবির সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের বহন করতে একাধিক গাড়ি ব্যবহার করা হয়।
এদিকে নিহত রুবিনা আফসানার মৃত্যুর খবরে খুলনা বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছেন, তারা আনন্দঘন ভ্রমণে বের হলেও শেষ হলো শোকাবহ দুর্ঘটনায়।
স্থানীয়রা জানান, সাজেকের আঁকাবাঁকা পাহাড়ি সড়কে প্রায়ই পর্যটকবাহী জীপগাড়ি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু প্রতিবারই দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস শোনা গেলেও কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয় না। তারা মনে করছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।