গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রসহ দুজন নিহত

আমাদের দিগন্ত প্রতিবেদক

গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেে।সোমবার (১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা আদর্শ কলেজ-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮) এবং গাইবান্ধা সদরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (২৩)।

জানা যায়, পারিবারিক কলহের জেরে পৌর এলাকার মাঝি পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম তার এক বছরের শিশু আবির হোসেনকে নিয়ে আত্মহত্যা করতে রেললাইনে যায়। এ সময় গাইবান্ধা রেলস্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি লোকাল ট্রেন আসতে থাকলে রাজিয়া তার শিশুপুত্রকে কোলে নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকে।

এ সময় কলেজছাত্র জুবায়ের তাদের বাঁচাতে যায়। কোলের শিশু পুত্র আবিরকে রক্ষা করতে পারলেও ওই নারী ও জুবায়ের ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।