বাংলাদেশ-ভারত সীমান্তে ‘অপস এলার্ট’ মহড়া শুরু

আমাদের দিগন্ত প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিন ব্যাপী ‘অপস এলার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। গত বুধবার (২২ জানুয়ারি) থেকে এই মহড়া শুরু হয়েছে। শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। 

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস ও বাংলাদেশের পরবর্তিত রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে এই মহড়া। যার নাম দেয়া হয়েছে ‘অপস এলার্ট’ মহড়া। বিএসএফর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও আউট পোস্টগুলোকে শক্তিশালী করতে ‘অপস এলার্ট’ মহড়া শুরু হয়েছে। মহড়া চলার সময় বাংলাদেশ-ভারত সীমান্তে টহল জোরদারের পাশপাশি সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

ইতোমধ্যেই বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি রবি গান্ধী একাধিক বর্ডার আউট পোস্ট এলাকা পরিদর্শন করেছেন। সীমান্তের একাধিক অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই। সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায়। আগামী সাতদিন এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।