আমাদের দিগন্ত প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার উপদেষ্টা এবং শাকপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ (৮৩) আর নেই। তিনি গত ১৯ মার্চ ২০২৫, বুধবার সকাল আনুমানিক ১১টায় শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক শিপুল কুমার দে, সদস্য সচিব লায়ন রিমন মুহুরী, চট্টগ্রাম জেলার সভাপতি চন্দন মজুমদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, মহানগর কমিটির আহ্বায়ক অজিত কুমার দে, সদস্য সচিব রুবেল দাশসহ বোয়ালখালী উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, সভাপতি পোপন দাশ এবং সাধারণ সম্পাদক রুপন দাশ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া ইউনিয়ন কমিটির অধীর দাশ, ঝুলন দাশ, রয়েল দাশ, জনি আইচ, উজ্জ্বল রায় চৌধুরী, নয়ন দেবনাথ, দীপক চক্রবর্তী, শুভ দাশ, রয়েল নাথ, সুবল দাশ, অপূর্ব দাশ, পৌরসভার সভাপতি রুপন দাশ ও সম্পাদক চিরঞ্জীব দাশ প্রমুখ নেতৃবৃন্দও শোক জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দরা প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাদল চন্দ্র দাশের মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শিক্ষাগুরুসুলভ ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড চিরস্মরণীয় হয়ে থাকবে।