পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে  জিরো টলারেন্স” -মামুনুর রশীদ 

দুর্জয় বড়ুয়া( প্রতিনিধি):” পাহাড় শুধু মাটি নয়, এটি আমাদের পরিবেশের রক্ষাকবচ। অনুমোদনহীনভাবে পাহাড় কাটা একটি শাস্তিযোগ্য অপরাধ। রাতের আঁধারে পাহাড় কেটে সমতল করা হয়েছে—যা পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। অভিযুক্তকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি—এ ধরনের পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় অভিযান পরিচালনাকালীন এসব কথা বলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। পরে অভিযুক্ত মো. নুরুল হককে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানের সময় পাহাড় কাটায় ব্যবহৃত যন্ত্রপাতিও জব্দ করা হয়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে রাতের বেলা এলাকাটিতে ভারী যন্ত্রের শব্দ শোনা যাচ্ছিল। প্রশাসনের হস্তক্ষেপে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

পরিবেশবিদদের মতে, পাহাড় কাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে না, এটি দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন, ভূমিধস, নদী ভরাট এবং জনবসতির জন্য বিপর্যয় ডেকে আনে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে