প্রয়াত সুনীতি আচার্য্যকে শাকপুরায় শ্রদ্ধাভরে স্মরণ

রিমন মালাকার :-“মানুষ বাঁচে তার কর্মে, তার আচরণে, তার ভালোবাসায়। প্রয়াত সুনীতি আচার্য্য ছিলেন একজন মমতাময়ী, সমাজনিষ্ঠা ও আদর্শবান নারী। তিনি পারিবারিক ও সামাজিক পরিসরে যে দায়িত্বশীলতা রেখে গেছেন, তা আমাদের সকলের জন্য অনুকরণীয়। এমন মানুষদের স্মরণ করেই আমরা শিখি কিভাবে জীবনকে অর্থবহ করে তোলা যায়।”

এভাবেই প্রয়াত সুনীতি আচার্য্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শোকসভার প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ।

 

আজ বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রিঃ, প্রয়াতের শাকপুরাস্থ নিজ বাড়িতে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ। সভায় স্বাগত বক্তব্য দেন রাজু আচার্য্য ও চয়ন আচার্য্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগীশিপ শাকপুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ঝুলন চৌধুরী, সভাপতি অধীর দাশ, উপজেলা সাধারণ সম্পাদক রুপন দাশ, চরনদ্বীপ ইউনিয়ন সভাপতি সুবল দাশ, উপজেলা নির্বাহী সদস্য রাখাল দাশ, জুয়েল, টিটু, মেরী, বেবী, ইমন, অঞ্জু, মমিতা চন্দন, চিত্রা প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে প্রয়াতের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশে সভা সমাপ্ত হয়।