
রিমন মালাকার :
গরমে যখন তীব্র রোদ আর ঘামে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ, তখন একটু স্বস্তি এনে দিতে এগিয়ে এসেছে যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিম। মহান শ্রমিক দিবস উপলক্ষে গতকাল ১ মে এই টিমের পক্ষ থেকে উপজেলার রিকশাচালক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে গামছা বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।
গামছা—একটি ছোট্ট জিনিস হলেও শ্রমজীবী মানুষের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম। মাথার ঘাম মুছতে, রোদ থেকে মাথা বাঁচাতে, কখনো পিঠে পেতে বিশ্রাম নিতে—এই সাধারণ জিনিসটি যেন তাদের নিত্যসঙ্গী। যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের সদস্যরা বিষয়টি হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন বলেই শ্রমজীবীদের জন্য এই স্নেহের উপহার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।
এই কর্মসূচির আওতায় মোট ১৫ জন রিকশাচালক ও শ্রমজীবী মানুষের হাতে গামছা তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা টিমের সহকারী দলনেতা-২ মোঃ হাসান, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় উপপ্রধান ফারজানা আক্তার মিম, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপপ্রধান জান্নাতুল নাঈম রুমি এবং উপজেলা যুব সদস্য বিজয় বিশ্বাস।
যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন, “আমরা মনে করি, শ্রমজীবীরা আমাদের সমাজের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ঝরানো পরিশ্রমেই শহর চলে, জীবন চলে। তাই তাদের জন্য সামান্য কিছু করতে পারাও আমাদের সৌভাগ্য। ভবিষ্যতেও আমরা পাশে থাকতে চাই।”
প্রসঙ্গত, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের অধীনে পরিচালিত বোয়ালখালী উপজেলা টিম নিয়মিতভাবেই বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই গামছা বিতরণ কর্মসূচিও তারই একটি ধারাবাহিক অংশ।