
অভি পাল:;বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা কমিটির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায় অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সনাতন পার্টির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অজয় ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোপাল তালুকদার এবং অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী।
অনুষ্ঠানে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ সনাতন ধর্ম ও সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চান্দগাঁও থানা কমিটির সকল সদস্য উক্ত সভায় উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে পুরো সভাটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।
বক্তারা বলেন, সনাতন সম্প্রদায়ের অধিকার রক্ষায় দলীয় শক্তিকে মাঠ পর্যায়ে আরও জোরদার করতে হবে।
তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত কাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা তাঁদের মতামত তুলে ধরেন।
চান্দগাঁও থানা কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করা হয়।