দুর্জয় বড়ুয়া :চাঁদের আলো নয়, এবার দীঘিনালায় আলোচনায় “চাঁদের গাড়ি”। গভীর রাতের এক অভিযানে জামতলী এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ—সে চুরি করেছে একটি চাঁদের গাড়ি, যার বাজারমূল্য ৭ লাখ টাকা!
ঘটনাটি ঘটেছে দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায়। গাড়িটির মালিক মোঃ ইব্রাহিম খলিল, পিতা মৃত বাবুল মিয়া। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম মোঃ জামাল মিয়া (২০), পিতা মোঃ নাছির, বাড়ি জামতলী, বোয়ালখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড।
থানা সূত্রে জানা গেছে, জামাল আগে থেকেই ওই গাড়ি ভাড়ায় চালাতেন। তবে ৩ মে হঠাৎ করে গাড়িটি উধাও! মালিক সন্দেহ করে থানায় অভিযোগ করেন—জামালই নাকি গাড়িটি অন্য কোথাও পাচার করে দিয়েছেন। এরপরেই শুরু হয় পুলিশের অভিযান।
অবশেষে, ৯ মে রাত সাড়ে ৩টার দিকে জামতলীর নিজ বাড়ি থেকে জামালকে গ্রেপ্তার করে দীঘিনালা থানা পুলিশ। তবে এ ঘটনায় আরেকজন চোর জড়িত থাকলেও সে এখনো পলাতক।
থানার উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, “মামলার পরপরই আমরা মাঠে নামি। অভিযুক্ত জামালকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে ধরতে অভিযান চলছে। জামালকে আদালতে পাঠানো হয়েছে।”