
অভি পাল:বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)–এর উদ্যোগে এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রম ও নিত্যনন্দ গীতা শিক্ষালয়ের আয়োজনে, ২২ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় গীতা পাঠ ও ভাবনামূলক এক আলোচনা সভা।
সভাপতিত্ব করেন নিত্যনন্দ গীতা শিক্ষালয়ের সভাপতি ও বাগীশিপ কক্সবাজার জেলার সহ-সভাপতি শিবলু পাল।
গীতা পাঠ করেন গীতা শিক্ষালয়ের শিক্ষক হৃদয় দাশ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ,
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ছোটন কান্তি দে,
মহান অতিথি ছিলেন বাগীশিপ চট্টগ্রাম জেলার দপ্তর সম্পাদক বাবন চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন বাগীশিপ কক্সবাজার সদর উপজেলার সভাপতি ভুবন আচার্য্য এবং বাগীশিপ বোয়ালখালী উপজেলার সদস্য ঝুন্টু দাশ (সৌরভ)।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাধারণ সম্পাদক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রমের কাজল কান্তি দাশ,
অর্থ সম্পাদক নয়ন কান্তি দে,
সিনিয়র সহ-সভাপতি সমীর কান্তি দে,
সাধারণ সম্পাদক বাংলাদেশ মানব সেবা সংঘ কক্সবাজার জেলা শাখার রামপ্রসাদ দে,
অর্থ সম্পাদক সুমন শীল,
সাবেক অর্থ সম্পাদক নরুপ শীল,
সদস্য সচিব বাগীশিপ খুরুশকুল ইউনিয়ন শাখার হৃদয় দে জগন্নাথ,
আহ্বায়ক টিটুরাম দে,
শিক্ষক নিশান কান্তি দে ও নয়ন কান্তি দে।
সকলেই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যতা জ্ঞাপন করেন বাগীশিপ বোয়ালখালী শাখার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু মহোদয়ের প্রতি, যাঁর পৃষ্ঠপোষকতায় এ শিক্ষালয়ে সহযোগিতা পৌঁছায়।
বক্তারা বলেন, “জীবন হেলায় হারানোর নয়, বরং গীতা ও নৈতিকতার আলোয় আলোকিত করে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে উৎসর্গ করাই প্রকৃত ধর্ম।”
তাঁরা আরও বলেন, “নতুন প্রজন্মকে সীমাবদ্ধতা নয়, বরং জ্ঞান ও আদর্শের মুক্ত আকাশে উড়তে দিতে হবে—যেখানে তারা গড়ে তুলবে এক গর্বিত ও নৈতিক সমাজ।”