
মো আশিক চৌধুরী:আন্তর্জাতিক মানবিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে ২৮ জুন (শনিবার) শাহ আমির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্ষাকালীন ছাতা বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এপে. আলমগীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিস্ট্রিক্ট-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মো. লিয়াকত আলী, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হাকিম রানা, যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী এবং শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য সাবেক সভাপতি এপে. মোজাম্মেল হক, ডিস্ট্রিক্ট-৩ এর সেক্রেটারি এপে. মোহাম্মদ আরিফ খান, ডিস্ট্রিক্ট এডিটর এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ইউপি সদস্য এপে. রেখা দাশ, এপে. আলী কদর জীবন, মৌলানা ইয়াহিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক মানবিক সংগঠন, যারা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সামাজিক খাতে জনসেবামূলক কাজ করে যাচ্ছে। তারা বলেন, শিক্ষার্থীরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সুরক্ষিত ও নিরবিচারে শিক্ষাজীবন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষ এবং সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগগুলোর প্রশংসা করে বক্তারা ভবিষ্যতেও এমন মহতী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।