
দুর্জয় বড়ুয়া:“বোয়ালখালী বাজার শুধু কেনাবেচার জায়গা না, এটা দীঘিনালার প্রাণকেন্দ্র। এখানে বিশৃঙ্খলা মানে পুরো উপজেলায় অস্থিরতা। তাই আমরা রোদ, কষ্ট, অবহেলা কিছুই গোনি না—প্রিয় দীঘিনালার শৃঙ্খলার জন্য আমরা মাঠে আছি।”
এই কথাগুলো বলছিলেন দীঘিনালা কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুন রশিদ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে যানজট ও সড়কে বিশৃঙ্খলা লাঘবে প্রতিনিয়ত কাজ করছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
প্রতি শনিবার, সাপ্তাহিক হাটের দিনে, এই বাজারে মানুষের ভিড় ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। হাটে আগত সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, এমনকি সাজেকগামী পর্যটকদের চলাচলে সৃষ্ট সমস্যার কথা ভেবে উদ্যোগটি নিয়েছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সরেজমিনে ১২ জুলাই ২০২৫, শনিবার সকালে বোয়ালখালী বাজার ঘুরে দেখা যায়, কড়া রোদের মধ্যেও দীঘিনালা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন। যানজট নিরসন, গাড়ির চলাচল নিয়ন্ত্রণ, পথচারীদের সহায়তা এবং হাটের ভেতরে শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন নিরলসভাবে।
কলেজ ছাত্রদলের নেতা আবির দাস বলেন,
“আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে। রাস্তায় যানজটে মানুষ কষ্ট পায়, পর্যটকদের সাজেক যাত্রাও বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতি বদলাতে আমরা নিজেরাই নামি রাস্তায়। জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতির শপথ।”
তিনি আরো বলেন, “বাজারে যত্রতত্র কাঁচা মাল নিয়ে বসছে কিছু অসচেতন ব্যবসায়ী, যার কারণে মূল সড়কে চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে বাজার কমিটির হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।”
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, যানজটের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। অনেকেই বলেন, প্রশাসন যেখানে উদাসীন, সেখানে এই রাজনৈতিক সংগঠনগুলোর এমন উদ্যোগ প্রশংসনীয়।
দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জানান,
“আমরা ওয়াদুদ ভূঁইয়ার আদর্শে বিশ্বাস করি—উন্নয়ন মানেই শৃঙ্খলা। দীঘিনালা আমাদের ভালোবাসার শহর। তাই আমরা এই শহরের হাটে-বাজারে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব।”
জানা যায়, এই কার্যক্রম শুধু একদিনের নয়—এটা ধারাবাহিক। তারা চান, প্রশাসন ও বাজার কমিটিও এই কাজে অংশগ্রহণ করুক। তাহলেই সাপ্তাহিক হাটে যানজট সমস্যা পুরোপুরি নিরসন সম্ভব হবে।
দীঘিনালায় রাজনীতির মাঠে এমন ব্যতিক্রমী জনসেবামূলক উদ্যোগ এলাকায় বেশ আলোচিত ও প্রশংসিত হচ্ছে।