পটিয়ায় ব্যাংক চাকরিচ্যুতদের জোরালো প্র’তিবাদ, দেশব্যাপী আ’ন্দোলনের ইঙ্গিত

আশিক চৌধুরী পটিয়া প্রতিনিধি : সুদীর্ঘ কর্মজীবনের বিনিময়ে অর্জিত পদ মুহূর্তেই কেড়ে নেওয়া হয়েছে এমন অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা “অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবো না” শ্লোগানে ক্ষোভ প্রকাশ করেন।

‎বিনানোটিশে একযোগে দেশের বিভিন্ন ব্যাংকে চাকরিচ্যুতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি জানান বিএনপি, গনঅধিকার পরিষদ, জামায়াত, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।

‎সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের নেতা হাবিবুর রহমান রিপন। বক্তব্য দেন জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম,গনঅধিকার পরিষদের দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সেক্রেটারি আলি হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু, বিএনপির পৌর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম  ও বোরহান উদ্দিন, যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব পিকলু,কামরুল ইসলাম, ও সেচ্ছাসেবক দলের সদস্য আরমান সুমন।

‎চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন আবু বকর ফাহিম,জয়নাল আবেদীন, (ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মঞ্জুর হিরু,শিবলু,কানুন (সোশ্যাল ইসলামী ব্যাংক),মো. ইরফান,খোরশেদ আলম,(ইসলামী ব্যাংক),মোহাম্মদ সাঈদুল হক,আসিফুর রহমান, শহিদুল ইসলাম,লাদেন,ইউনিয়ন ব্যাংক), রবিউল ও তুষার (বাংলাদেশ কমার্স ব্যাংক),টিপু সুলতান,মেহেদী হাসান ও  সোনিয়া আক্তার (আল-আরাফাহ ইসলামী ব্যাংক)।

‎বক্তারা অভিযোগ করেন, “রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণেই চাকরি হারাতে হয়েছে আমাদের। অথচ কোনো তদন্ত, কারণ দর্শানো নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই এই নির্মম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।বক্তারা অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, “এটা কেবল চাকরি নয়, জীবনের প্রশ্ন। প্রয়োজনে আমরা দেশব্যাপী কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত।”