দীঘিনালায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে অ’গ্নি’কাণ্ডে স’র্বস্ব হারাল পরিবার

দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জাবেদ আলীর ছেলে মোঃ আব্দুল রহমান চার সন্তানকে নিয়ে ওই বসতঘরে বসবাস করতেন। বিকেল চারটার দিকে হঠাৎ বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরজুড়ে ছড়িয়ে পড়ে এবং পুরো বসতঘর ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রীসহ প্রায় সবকিছুই পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা ধরা হচ্ছে।

হঠাৎ এ দুর্ঘটনায় আব্দুল রহমানের পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি-বেসরকারি সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।