“ঐক্যের অঙ্গীকারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৯ বছরের আলোকযাত্রা”

চট্টগ্রাম প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম দেওয়ানজী পুকুরপাড়স্থ সৎ সংঘ আশ্রমের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী দীপক কুমার পালিত বলেন,
“বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠালগ্ন থেকেই হিন্দু সমাজের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের ১৯ বছরের পথচলা প্রমাণ করে— একতা, সংগঠন ও ধর্মীয় চেতনার মাধ্যমে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। হিন্দু ধর্ম শুধু আচার-অনুষ্ঠান নয়, এটি মানবতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য গীতা আমাদের চিরন্তন পথপ্রদর্শক।”

তিনি আরও বলেন,
“ধর্ম মন্ত্রণালয় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সর্বদা হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। আমরা চাই তরুণ প্রজন্ম ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও মানবিকতার আলোয় আলোকিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখুক। মহাজোটের এই অগ্রযাত্রা হিন্দু সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে— এটাই আমাদের প্রত্যাশা।”

সভায় জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মান্যগণ্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। তাঁরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং হিন্দু সম্প্রদায়ের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়নে সংগঠনের অবদানকে স্মরণ করেন।