
ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে টানা তিনবারের ক্ষমতাসীন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (আপ) হারিয়ে জয়ী হতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির বিধানসভার নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দলটি।
সবশেষ ১৯৯৩ সালের নভেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের দেখা পেয়েছিল বিজেপি। সেবার ৭০টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয় পেয়ে ক্ষমতায় বসে দলটি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় নির্বাচন। শনিবার ভোট গণনা শুরুর পর থেকে বিজেপি শিবির জয়ের ইঙ্গিত পেতে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে ভোটগণনার শুরুতে এগিয়ে ছিল আম আদমি পার্টি। কিন্তু খুব দ্রুতই তাদের পেছনে ফেলে এগিয়ে যায় মোদির দল।
বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৬ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ২৪ আসনে এগিয়ে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি। কংগ্রেস কোনও আসনে জয় পাচ্ছে না।
দিল্লিতে সরকার গঠন করতে হলে বিধানসভায় ৩৬টি আসনে জিততে হয়। ফলে বিজেপিই যে সরকার গড়তে যাচ্ছে, তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে না।
দুর্নীতির অভিযোগে করা মামলায় বর্তমানে জামিনে মুক্ত আছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের স্লোগান দিয়ে ২০১২ সালে আম আদমি পার্টি প্রতিষ্ঠা করেন। এরপর টানা তিন নির্বাচনে জয়ের দেখাও পায় দলটি। তবে এবার দিল্লির ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে।