
দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া
খাগড়াছড়ি দীঘিনালা ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে এ আয়োজন শুরু হয়।
নানান আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দীঘিনালা ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দীঘিনালায় অবস্থিত স্বনামধন্য ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীসহ বিদ্যালয়ে প্রবীণ শিক্ষার্থীরা
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফ উদ্দিন বিপ্লব , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাবু নলেজ চাকমা( জ্ঞান ) চেয়ারম্যান ৩ নং কবা খালি ইউপি , উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের প্রতিনিধি ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি,
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি
জনাব সাইফ উদ্দিন বিপ্লব। এ সময় তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।