ঊষার আলো ও আলোর দিশারী শিশু ফোরামের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

চট্টগ্রামের মোহরায় ঊষার আলো ও আলোর দিশারী শিশু ফোরামের উদ্যোগে এবং এলাকার শিশু প্রতিনিধিদের পরিচালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, জাতীয় সংগীত পরিবেশন ও দেশাত্মবোধক গান গেয়ে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দলীয় নাচ, একক নাচ এবং দলীয় সংগীত পরিবেশনা, যা অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ও দর্শকদের মুগ্ধ করে।

এরপর শিশু প্রতিনিধিদের পরিচালনায় “শিশুশ্রম: বর্তমান বাস্তবতা ও প্রতিকার” বিষয়ক একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে শিশুশ্রমের কুফল, শিশু অধিকার এবং শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়, যা উপস্থিত শিশুদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

অনুষ্ঠানের সভাপতি অর্পণ দাশ নিত্য তার সমাপনী বক্তব্যের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার মর্যাদা দিয়েছে। আমাদের দায়িত্ব এটিকে সংরক্ষণ করা এবং শিশুদের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।”

এই আয়োজনে অংশগ্রহণকারী শিশু ও অতিথিরা জানান, এ ধরনের কর্মসূচি শিশুদের নেতৃত্ব বিকাশে সহায়ক এবং মাতৃভাষার গুরুত্ব অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।