দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এক কিশোরীকে অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক মোঃ শাকিল আহম্মেদ (২০), দীঘিনালার ২নং বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার বাসিন্দা।
জানা গেছে, ১৯ মার্চ রাতে শাকিল কিশোরীকে তার ভাড়া বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে শাকিল তাকে জোরপূর্বক অপহরণ করে। পরদিন কিশোরীর পরিবার স্থানীয় থানায় অভিযোগ করলে, পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে ২০ মার্চ রাতে পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় দীঘিনালা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং কিশোরীকে উদ্ধার করে আদালতে জবানবন্দি নেওয়ার জন্য পাঠানো হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় কিশোরীর পরিবার জানায়, তারা দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করছিলেন, এবং কিশোরীর বাবা স্থানীয় একটি বেকারীতে কাজ করতেন।