অভি পাল:- মায়ের জন্য ওষুধ কিনে ফিরছিল রিয়া। কিন্তু তার আর বাড়ি ফেরার সুযোগ হয়নি। লালখানবাজার মোড়ে বাস থেকে নামার সময় পেছন থেকে ধেয়ে আসা আরেকটি বাস তাকে চাপা দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে থেমে যায় তার জীবন। তার হাতে ছিল মায়ের জন্য কিনে আনা ওষুধ, কিন্তু সেগুলো আর কখনো মায়ের হাতে পৌঁছাবে না। সড়কে পড়ে রইল রিয়ার নিথর দেহ, পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওষুধের প্যাকেট। একটি মায়ের শেষ ভালোবাসা, একটি সন্তানের জীবন—দুটি আজ রক্তে রাঙানো সড়কে পড়ে আছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লালখানবাজার মোড়ে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে। নিহত রিয়া মজুমদার (২৪) নগরের জামালখান এলাকার বাসিন্দা ছিলেন এবং গোল্ডস্যান্ডস নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করতেন। ওইদিন অফিস শেষে বাসায় ফিরছিলেন রিয়া, মায়ের জন্য ওষুধ কিনে। কিন্তু বাস থেকে নামতে গিয়ে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রিয়া বাস থেকে নামার সময় পেছন থেকে আসা বাসটি তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর তার হাতে থাকা ওষুধের প্যাকেট ছিটকে পড়ে যায়, আর তার নিথর দেহ সড়কে পড়ে থাকে।
রিয়ার পরিবারে এখন শোকের ছায়া। তার মা অসুস্থ, এবং রিয়া তাকে প্রতিদিন ওষুধ এনে দিতেন। আজ সেই মায়ের জন্য কেনা ওষুধ আর তার হাত থেকে ফিরে আসা মেয়েটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
নগরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে এ ধরনের দুর্ঘটনা বাড়িয়ে দেয় অমানবিক ট্রাফিক ব্যবস্থাপনা। পথচারী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে।