নীরবে বিপ্লব! সমাজ বদলে দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা

রিমন মালাকার : তারা আসে ডাকলেই—ভোরে, রাতে, ঝড়ে কিংবা বিপদে। সেবা, সহানুভূতি আর সাহসের প্রতীক হয়ে উঠেছে আজকের যুব রেড ক্রিসেন্ট। মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাশ্রমে সমাজ গঠনে অবদান রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য কিংবা দুর্যোগে ত্রাণ সহায়তা—যুব রেড ক্রিসেন্ট সদস্যরা যেন নীরব সমাজসংস্কারক।

এই মানবিক দর্শনকে সামনে রেখে “On The Side of Humanity” প্রতিপাদ্যে ৭ মে ২০২৫, বুধবার, বোয়ালখালীতে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। উপজেলা রেড ক্রিসেন্ট টিমের আয়োজনে এবং সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিটের সমন্বয়ে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে কলেজ চত্বর।

দিনটি শুরু হয় একটি রঙিন র‍্যালির মধ্য দিয়ে, যেখানে অংশ নেন রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় ছাত্রছাত্রীরা। পরে কলেজ মিলনায়তনে আয়োজিত হয় এক সুধী সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো. হেলাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, যাদের মধ্যে ছিলেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কান্তা তাউয়েরি, বেঙ্গুরা কে. বি. কে উচ্চ বিদ্যালয়ের কাঞ্চন নাথ এবং কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ আমির হোসেন।

আলোচনা সভায় বক্তারা যুব রেড ক্রিসেন্টের বিগত দিনের ভূমিকা নিয়ে কথা বলেন। বিশেষভাবে উল্লেখ করা হয় ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময়ের কথা, যখন দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছিল। সেই সংকটে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। দিনরাত কাজ করে তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করে, যার ছাপ পড়ে বোয়ালখালীতেও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা টিমের প্রাক্তন দলনেতা মোহাম্মদ আসাদুজ্জামান নূর এবং বর্তমান দলনেতা আরিফ মাহমুদ আদিফ। বক্তারা বলেন, এই তরুণ সদস্যরা নিছক কোনো কার্যক্রমে অংশ নেয় না—তারা মানবতার সেবায় শপথবদ্ধ।

অনুষ্ঠানের শেষ পর্বে ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বোয়ালখালী উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সকল যুব সদস্যদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

একদিনের উৎসব নয়—মানবতার পাশে থাকার এই অঙ্গীকার যেন ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে, এমনটিই প্রত্যাশা রইল সকলের।