শিক্ষা ও সেবার এক দীপ্ত নামের অবসান— চিরবিদায় ডা. বেনী মাধব শর্মা

চট্টগ্রাম:
চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও সমাজসেবক ডা. বেনী মাধব শর্মা আর নেই। তিনি চট্টগ্রাম প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক ও সাংবাদিক আয়ান শর্মার শ্রদ্ধেয় পিতা। মঙ্গলবার চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত দুই দিন ধরে তিনি পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রয়াত ডা. বেনী মাধব শর্মা ছিলেন হাটহাজারীর আমান বাজার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তিনি ঐতিহ্যবাহী রেববী মহাজন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাঁর জীবনের একটি বড় অংশ তিনি শিক্ষকতা ও চিকিৎসা পেশায় অতিবাহিত করেছেন। এলাকার বহু মানুষ তাঁকে শুধুমাত্র একজন চিকিৎসক হিসেবে নয়, একজন অভিভাবক ও পথপ্রদর্শক হিসেবেও সম্মান করতেন।

শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় তাঁর অবদানের কথা আজও এলাকাবাসীর মুখে মুখে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক সমাজ, চিকিৎসক মহল, সাংবাদিক সমাজ ও হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ।
চট্টগ্রাম প্রতিদিন পরিবারের সদস্যরা বলেন, “ডা. বেনী মাধব শর্মা ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যিনি পরিবার, সমাজ ও জাতির জন্য এক নিঃস্বার্থ আলোকবর্তিকা ছিলেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা করছি।”