
দুর্জয় বড়ুয়া :“সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আপনাদের সহযোগিতা ছাড়া একটি ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়”—এমন মন্তব্য করেন নবাগত দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইনামুল হাছান।
বুধবার সকাল ১০টায় দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার। এই বিষয়ে যারা এখনও সেবা পাচ্ছেন না বা জটিলতার সম্মুখীন হচ্ছেন, তাদের সহায়তায় ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় হতে হবে। এ ছাড়া শিক্ষা হলো উন্নয়নের ভিত্তি। কবাখালী ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে চাই আমরা। এক্ষেত্রে প্রয়োজন অভিভাবকদের সচেতনতা এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা।”
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জনাব নলেজ চাকমা। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জগদীশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। তারা ইউএনও মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। সভায় বিশেষভাবে নাগরিক সেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ইউএনও মহোদয় এসব বিষয়ে আন্তরিকতার সঙ্গে শুনে আশ্বাস দেন যে, প্রশাসনের পক্ষ থেকে যেকোনো উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।