
দুর্জয় বড়ুয়া:দীর্ঘ দুই দিন ধরে কোথাও খোঁজ মেলেনি ৯২ বছরের এক বৃদ্ধার। ভোরে পাখির ডাকেও জেগে উঠেননি তিনি, দুপুরে কারও খোঁজে সাড়া দেননি। ছড়ার ধারে পড়ে ছিল কেবল একটা গামছা—যেন নিঃশব্দে জানান দিচ্ছিল কিছু একটা ঘটেছে। অবশেষে দুই দিন পর মিলল তার নিথর দেহ।
বৃদ্ধার নাম শুক্র চার্য্য চাকমা। বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলকাটা জাম্বুরা পাড়ায়। সোমবার বিকেলে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এরপর আর ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশের কবাখালী ছড়ার ধারে পড়ে থাকতে দেখা যায় তার গামছা।
স্থানীয়রা তল্লাশি শুরু করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও প্রশাসনকে। কিন্তু ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিস সীমিত পরিসরে খোঁজ চালায়। শেষ পর্যন্ত বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ছড়া থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
ঘটনার বিষয়ে দীঘিনালার ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।” কষ্টদায়ক এই মৃত্যু সংবাদে এলাকা জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।