দীঘিনালায় স্কুলছাত্রীকে শ্লী’লতা’হানি, অভি’যুক্ত আ’ট’ক

দীঘিনালা প্রতিনিধি : দুর্জয় বড়ুয়া:খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে স্কুলে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মধুরানি (১৫) প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার সময় বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত এক ব্যক্তি তার গায়ে হাত দেন। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়লে বাজারে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে বাজার কমিটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দীঘিনালা জোন ও থানা পুলিশের সমন্বয়ে ঘটনাটি পর্যালোচনা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আটক ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই শিক্ষার্থীর গায়ে হাত দেন।

ঘটনার পরপরই রাজ্জাক মিয়া (৫০), পিতা মৃত সিরাজুল ইসলাম, গ্রামের বাড়ি দীঘিনালার মেরূং ইউনিয়নের জামতলি—কে আটক করে থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।”

বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,“শিশু-কিশোররা যাতে নির্ভয়ে স্কুলে যেতে পারে, আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবার সহযোগিতা প্রয়োজন।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীঘিনালা জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে এবং বাজার এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।