
দীঘিনালা প্রতিনিধি: দূর্জয় বড়ুয়া
“পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। এখানে মানুষের মিলন ঘটে, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জাগ্রত হয়। তাই পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা সর্বদা প্রস্তুত। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে, পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে”— এভাবেই পূজা উদযাপন নিয়ে আশ্বাস দেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক (পিএসসি)।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার পূজা কমিটির হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। সেনাবাহিনীর এই আন্তরিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূজা উদযাপন কমিটির সদস্যরা বলেন, “সেনাবাহিনীর সহায়তা আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। এ ধরনের উদ্যোগে পূজা শুধু আনন্দের উৎসব নয়, নিরাপত্তার মধ্য দিয়েও মানুষের সম্প্রীতি বৃদ্ধি পায়। আমরা বিশ্বাস করি, সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই উৎসব শেষ করতে পারব।”
হাসি-খুশির পরিবেশে পূজা যেন নিরাপদ ও আনন্দমুখরভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন উপস্থিত সবাই।